মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতু এলাকায় একটি বাস ভাঙচুর করেছে পিকেটাররা।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার ঢাকা-মাওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সাড়ে ৭টার দিকে প্রচেষ্টা পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। এ সময় পিকেটাররা বাসে ইটপাটকেল নিক্ষেপ করে ৪/৫টি জানালার কাঁচ ভাঙচুর করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বাংলানিউজকে জানান, এ ঘটনা পুলিশকে কেউ জানায়নি। তারপরও খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫