ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বিএনপি-জামায়াতের ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
যশোরে বিএনপি-জামায়াতের ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

যশোর: যশোরে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে বাস পোড়ানো ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি-জামায়াতের ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে পুলিশ।
 
রোববার (০১ ফেব্রুয়ারি) রাতে যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।


 
পুলিশ জানায়, এ মামলায় শার্শার সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মকবুল হোসেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমসহ বিএনপি-জামায়াত ও তার অংগ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনে জানান, শনিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি চালবাহী ট্রাক ও একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর একটি মামলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘন্টা, ফেব্রুয়ারি, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।