ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক ও শিক্ষার্থীকে পেটানোর প্রতিবাদে

সকাল ১১টায় অপরাজেয় বাংলায় মানববন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
সকাল ১১টায় অপরাজেয় বাংলায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বিজয়নগরে পুলিশ কর্তৃক সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে পিটুনির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি সাংবাদিক সমিতি।
 
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।


 
এর আগে, রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ইংরেজি দৈনিক দ্য নিউ এজ’র ঢাবি প্রতিনিধি নাজমুল হুদা সুমন ও ঢাবি শিক্ষার্থী খায়রুজ্জামান শুভ পুলিশের বেধড়ক পিটুনির শিকার হন।   তারা দু’জনই জিয়া হলের শিক্ষার্থী।
  
মোটর সাইকেলের পেছনে আরোহী বহনে নিষেধাজ্ঞা অমান্য করার  অভিযোগে তাদের পেটানো হয় বলে জানা গেছে।
 
এদিকে, এ ঘটনাটিকে ন্যাক্কারজনক আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।
 
বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

** মোটরবাইকে দু’জন উঠে পুলিশের পিটুনি খেলেন সাংবাদিক-শিক্ষার্থী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।