ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা জেলা জজ আদালত থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
ঢাকা জেলা জজ আদালত থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার ফাইল ফটো

ঢাকা: ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরান ভবনের তৃতীয় তলা থেকে লাল টেপ মোড়ানো ককটেলসদৃশ দু’টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।   

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আদালতের কর্মচারীরা বস্তু দু’টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তৃতীয় তলা থেকে এগুলো উদ্ধার করেন।  

কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে কোর্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা ককটেলসদৃশ বস্তু দু’টি উদ্ধার করেছেন। বস্তু দু’টি থানায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।