ঢাকা: ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরান ভবনের তৃতীয় তলা থেকে লাল টেপ মোড়ানো ককটেলসদৃশ দু’টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আদালতের কর্মচারীরা বস্তু দু’টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে কোর্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা ককটেলসদৃশ বস্তু দু’টি উদ্ধার করেছেন। বস্তু দু’টি থানায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫