ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার থলিয়ারা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে এ সংঘর্ষ হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ভোরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কতোজন আহত হয়েছেন তা জানাতে পারেননি তিনি।
তিনি আরো জানান, সংঘর্ষের সময় দুই বাড়িতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫