লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পেট্রোল বোমায় দগ্ধ তিনজনের মধ্যে লিটন (৩৫) নামে এক যুবক মারা গেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে এ নৃশংসতার শিকার হন তিনি।
এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে সিএনজি চালিত অটোরিকশা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে লিটনসহ তিন যাত্রী দগ্ধ হন। এ অবস্থায় তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় ভোরে লিটনকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধ অপর দু’জন হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার মজুপুর গ্রামের আবদুল গফুরের ছেলে মো. আশিক (২৮) ও একই এলাকার আবদুর রহিমের ছেলে আবদুল করিম (৩২)।
স্থানীয়রা জানায়, মজু চৌধুরীরহাট থেকে অটোরিকশাটি লক্ষ্মীপুর শহরে যাচ্ছিলো। পথে মহিলা কলেজের সামনে পৌঁছুলে অবরোধকারীরা অটোরিকশা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ওই তিনজনের শরীর ঝলসে যায়।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫