বরিশাল: বরিশাল জেলার উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় সড়ক দুর্ঘটনায় সেলিম হাওলাদার (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত সেলিম হাওলাদার একই উপজেলার পূর্ব ধানসর গ্রামের মৃত সেকান্দার হাওলাদারের ছেলে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুর আহম্মেদ জানান, সকালে বাড়ি থেকে জয়শ্রী এলাকায় সহকর্মীর বাড়ি যাচ্ছিলেন সেলিম। এসময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয় লোকজন সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫