ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ৫০৭ বোতল মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
সুনামগঞ্জে ৫০৭ বোতল মদ উদ্ধার ফাইল ফটো

সুনামগঞ্জ: সুনামগঞ্জে পৃথক অভিযানে ৫০৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েসে মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৮) জোয়ানরা।
 
সোমবার (২ ফেব্রুয়ারি) শেষরাত ৩টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার সিংপুর সীমান্ত এলাকা থেকে ৪১৫ বোতল ও জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সিলধর এলাকা থেকে ৯২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়।



বিজিবি জানায়, সুনামগঞ্জ-৮ বিজিবির বনগাঁও বিওপির নায়েব সুবেদার নূরুল ইসলামের নেতৃত্বে বিজিবির জোয়ানরা সুনামগঞ্জ সদর উপজেলার সিংপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪১৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করে।

অপরদিকে, একই ব্যাটালিয়ানের মাছিমপুর বিওপির হাবিলদার সেলিমের নেতৃত্বে বিজিবি জোয়ানরা সিলধর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করে।

সুনামগঞ্জ-বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৭ লাখ ৬০ হাজার ৫শ’ টাকা।
 
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।