বেনাপোল(যশোর): বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করেতে পারেনি বিজিবি।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টায় গাঁজার এই চালানটি জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, ভারত থেকে চোরাচালানীরা মাদকের একটি চালান নিয়ে সীমান্ত পথে এপারে প্রবেশ করছে, এমন খবরের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর মাঠে অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদকের কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫