ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ৬০ কেজি স্বর্ণ উদ্ধার

স্ট‍াফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
শাহজালাল বিমানবন্দরে ৬০ কেজি স্বর্ণ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো )

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ কেজি ওজনের স্বর্ণেরবার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ৪৬ কেজি স্বর্ণের কথা বলা হলেও পরবর্তীতে আরো স্বর্ণ উদ্ধার করা হয়।



সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে স্বর্ণেরবারগুলো উদ্ধ‍ার করা হয়।

আরো স্বর্ণ পাওয়া যেতে পারে এমন আশঙ্কায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বিমানবন্দর শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মঈনুল খান।

স্বর্ণেরবার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দুবাই থেকে আসা বিজি০৪৮ ফ্লাইটের টয়লেটের আয়নার পেছনে কৌশলে রাখা অবস্থায় স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ৪৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হলেও পরবর্তীতে তা বেড়ে ৬০ কেজিতে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫/আপডেট: ১২০৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।