ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতায় ইন্ধনদাতাদের ছাড় নাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
নাশকতায় ইন্ধনদাতাদের ছাড় নাই ছবি : রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধের নামে নাশকতার অর্থযোগানদাতা, হুকুমদাতা, আশ্রয়দাতা ও ইন্ধনদাতাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল-অবরোধে ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



আছাদুজ্জামান মিয়া বলেন, নাশকতায় যারা জড়িত, তাদের চিহ্নত করা হয়েছে। অনেককে গ্রেফতারও করা হয়েছে। এদের একটি তালিকা আমাদের হাতে এসেছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি নাশকতারোধে জনগণকে আরও সচেতন হওয়া ও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, হরতাল-অবরোধের নামে নাশকতার অর্থযোগানদাতা, হুকুমদাতা, আশ্রয়দাতা ও ইন্ধনদাতাদের কোনো মতেই ছাড় দেওয়া হবে না। পুলিশ সে মোতাবেক কাজ করছে।

‘এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হবে’ জানিয়ে তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথ বাহিনীর (পুলিশ-র‌্যাব-বিজিবি) সমন্বয়ে নিবিড় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা পরীক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছি।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।