ঢাকা: রাজধানীর মিরপুর রূপনগরে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ওই যুবকের নাম আরিফুল ইসলাম (২৫)।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রূপনগর থানার বেড়িবাঁধের গড়ান চটবাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তখন প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে এসে লাশ সনাক্ত করেন নিহতের মামা তৌহিদুল ইসলাম।
তিনি বাংলানিউজকে জানান, ওই যুবকের নাম আরিফুল ইসলাম (২৫)। তার বাবার নাম মুস্তফা কামাল। আরিফুল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঢাকা পান্থপথ ক্যাম্পাসের আইন বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন। তিনি তেজগাঁও এলাকায় একটি মেসবাড়িতে থাকতেন এবং ওই এলাকায় ছাত্রদল করতেন।
তবে ছাত্রদলের সদস্য নাকি অন্য কোনো পদে ছিলেন তা জানাতে পারেননি তিনি।
তার মামা তৌহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, গ্রামের বাড়ি ভোলায় যাবে বলে শুক্রবার (৩০ জানুয়ারি) আরিফুল লঞ্চে ওঠে। লঞ্চ থেকে পোশাকধারী পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আমরা এ সংবাদ পেয়েছি তার সঙ্গে থাকা আরেকজনের মধ্যমে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫