নেত্রকোনা: নেত্রকোনায় ছফিরা বেগম ছফুরা (৩৫) নামে এক নারীকে হত্যার দায়ে তার স্বামী নুরুল ইসলামকে (৪৫) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
আসামির অনুপস্থিতিতে সোমবার ( ২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত নুরুল ইসলাম জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত আমির উদ্দিন মুন্সির ছেলে।
মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সুভাষ বণিক অজয় জানান, কয়েক বছর আগে একই উপজেলার কালিয়ান গ্রামের মৃত আশক আলীর মেয়ে ছফুরা ও নুরুল ইসলামের বিয়ে হয়। নুরুল তার স্ত্রীকে সন্দেহ করতেন। এনিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। ২০০০ সালের ১৯ জুলাই গভীররাতে প্রতিবেশী আবুলের ঘরে একই গ্রামের সুমনের সঙ্গে কথা বলছিলেন ছফুরা। তা দেখে নুরুল স্ত্রীর গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।
এ ঘটনায় ২০ জুলাই ছফুরার ভাই আবদুর রশিদ বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৩ সালের ৩০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫