ঢাকা: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সহায়তায় ঢাকায় চার দিনব্যাপী আঞ্চলিক সন্ত্রাসবিরোধী সম্মেলন শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আইন সহায়তা, উন্নয়ন ও প্রশিক্ষণ দপ্তর, আন্তর্জাতিক অপরাধ তদন্ত প্রশিক্ষণ সহায়তা কর্মসূচি ও জাতিসংঘের সন্ত্রাস বিরোধী কমিটি(ইউএনসিটিইডি) বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
সোমবার(২ ফেব্রুয়ারি’২০১৫) সকালে ঢাকার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে সম্মেলন শুরু হয়। চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আইন-শৃঙ্খলা সংস্থাগুলোর শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের পাশাপাশি মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও বাংলাদেশের আইনজীবীরাও অংশ নিচ্ছেন।
সম্মেলনের মূল লক্ষ্য সন্ত্রাসবাদের ঘটনা তদন্ত ও পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ বিনিময়, যা বৈশ্বিক সন্ত্রাসবিরোধী ফোরাম ‘গ্লোবাল কাউন্টারটেরোরিজম ফোরাম’ (জিসিটিএফ) রাবাত স্মারকে বিবৃত আছে।
এই স্মারকে নির্দিষ্ট ১৫টি আইন-শৃংখলা প্রয়োগ এর উল্লেখ আছে যা সদস্য দেশগুলোর কাছে সন্ত্রাস মোকাবেলায় কার্যকরী হিসেবে প্রতিভাত হয়েছে। যেমন সাক্ষী ও ভুক্তভোগীদের সুরক্ষা, সন্ত্রাসবাদে অর্থায়নকে অপরাধ হিসেবে চিহ্নিত করা ও আইনি প্রক্রিয়ায় আনা, আইন-শৃঙ্খলা সংস্থাগুলোর মধ্যে সাক্ষ্যপ্রমাণ বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা।
এ সম্মেলনটি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সহায়তায় অনুষ্ঠিত হতে যাওয়া তিনটি আঞ্চলিক সম্মেলনের মধ্যে প্রথমটি। আগামী মার্চে নেপালে সন্ত্রাসের ফলে ভুক্তভোগীদের সহায়তা ও রক্ষায় ৩দিনের দ্বিতীয় সম্মেলন আয়োজন করা হবে। আর এপ্রিলে ভারতে বিদেশি যোদ্ধাদের বিষয়ে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
৩টি সম্মেলনই পরিকল্পনা করা হয়েছে সন্ত্রাস বিরোধী বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আঞ্চলিক সহায়তা উৎসাহিত করার জন্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫