সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করেছে র্যাব ও বিজিবি সদস্যরা।
রোববার (০১ ফেরুয়ারি) দিনগত গভীররাতে ও সন্ধ্যায় পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি কোম্পানীগঞ্জ উৎমা সীমান্ত ফাঁড়ির টহল দলের নেতৃত্বদানকারী হাবিলদার হারুন মিয়া জানান, রাত দেড়টার দিকে সীমান্তবর্তী মাঝেরগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৭ বোতল অফিসার চয়েস ও ২২ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
এদিকে র্যাবের একটি অভিযানকারী দল রোববার সন্ধ্যায় একই উপজেলার গৌরনদী গ্রাম থেকে ২০৪ বোতল অফিসার চয়েস ও ৬৮ বোতল বিয়ার উদ্ধার করে।
সোমবার দুপুরে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫