ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাস চলাচল স্বাভাবিক করার তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
বাস চলাচল স্বাভাবিক করার তাগিদ ফাইল ফটো

ঢাকা: চলমান-অবরোধ হরতাল সত্ত্বেও ট্রেন চলছে, লঞ্চ চলছে। সমস্যা হচ্ছে কেবল বাস চলাচলে।

দ্রুত এ সমস্যা কাটাতে তাগিদ এসেছে মন্ত্রিসভার বৈঠকে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তাগিদ  দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও বাস চলাচলে সমস্যার কথা উল্লেখ করা হয় বৈঠকে।

এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হবে। আন্তঃজেলা বাস যোগাযোগ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হবে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।