ঢাকা: চলমান-অবরোধ হরতাল সত্ত্বেও ট্রেন চলছে, লঞ্চ চলছে। সমস্যা হচ্ছে কেবল বাস চলাচলে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তাগিদ দেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও বাস চলাচলে সমস্যার কথা উল্লেখ করা হয় বৈঠকে।
এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হবে। আন্তঃজেলা বাস যোগাযোগ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হবে।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫