ঢাকা: বরাবরই উঠতি বয়সের তরুণ-তরুণীদের নিত্য ব্যবহারিক কসমেটিসের মধ্যে বেশি পছন্দের তালিকায় থাকে পারফিউম বা সুগন্ধি। কিন্তু ভেজালের ভিড়ে মনের মতো পারফিউম পাওয়াই দুষ্কর।
এবারের বাণিজ্য মেলায় সেসব তরুণ-তরুণীদের জন্য প্রথমবারের মতো লো-সওন্স নিয়ে এসেছে আটটি ফ্লেবারের পারফিউম।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে লো-সওন্স স্টলের ইনচার্জ অাঁখি বাংলানিউজকে জানান, বারবেরি, কেকো, ব্লাক ড্রেস, ব্লাক পয়োজন ফ্লেবারের ফারফিউম রয়েছে মেয়েদের জন্য। আর ছেলেদের জন্য রয়েছে বস, হারমেস, ওবামা, ওইকেন্ড ইত্যাদি।
তবে মেলায় মেয়েদের মাঝে ‘বারবেরি’ আর ছেলেদের মাঝে ‘বস’ ফ্লেবারের চাহিদা বেশি বলে জানান আঁখি।
v
স্টল থেকেই চাহিদা অনুযায়ী ক্রেতাদের বোতলে পারফিউম সরবরাহ করা হচ্ছে।
কেন এ পদ্ধতিতে পারফিউম বিক্রি করা হচ্ছে জানতে চাইলে আঁখি জানান, বাজারের পারফিউমগুলোর বেশিরভাগই তিন থেকে চার বছর আগের। পুরোনো পারফিউম নতুন বলে বিক্রি করেন বিক্রেতারা। কিন্তু সরাসরি বোতলে ভরে বিক্রি করায় ক্রেতারা ধোঁকার ফাঁদ থেকে রেহাই পাচ্ছেন।
আঁখি বলেন, ১০ এমএল ৪শ’ ৯০ টাকা, ২০ এমএল ৯শ’ ৮০ টাকা, ৩০ এমএল ১ হাজার ৪শ’ ৭০ টাকা এবং ৫০ এমএল ২ হাজার ৪শ’ ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
প্রথমবার বোতলে ভরা পারফিউম ফুরিয়ে গেলে দ্বিতীয়বার স্টলে অথবা শো-রুম থেকে পারফিউম নিলে রিফিলিংয়ে রয়েছে নগদ ছাড়।
এবারই প্রথম বাণিজ্য মেলায় লো-সওন্স এর ব্র্যান্ডটি বাজারে এসেছে। বর্তমানে রাইফেলস স্কয়ার ও বসুন্ধরা সিটিতে এর শো-রুম রয়েছে বলেও জানান অাঁখি।
স্টল থেকে বস ফ্লেবারের লো-সওন্স পারফিউম কিনেছেন ফার্মগেট থেকে আসা রবিন। তিনি জানান, পারফিউমের মধ্যে আমার পছন্দের তালিকায় রয়েছে ‘ফগ’। মেলায় এসে বস ফ্লেবারটা ভালো লাগলো। তাই দশ এমএল কিনেছি।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫