নেত্রকোনা: নেত্রকোনায় সমতা (৯ মাস) নামে একটি কন্যাশিশুকে হত্যার দায়ে বাবা ইমাম হোসেন ও খালু লাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত দায়রা জজ আবদুল হামিদ এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- জেলার দূর্গাপুর উপজেলার বন্দ উষান গ্রামের আবদুল গফুরের ছেলে ইমাম হোসেন ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মৃত মামুদ আলীর ছেলে লালু মিয়া।
মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল কাদির ভূঁইয়া জানান, ১৯৯৬ সালে স্বামী আছর আলীকে ডিভোর্স দিয়ে লালু মিয়াকে বিয়ে করেন ইমাম হোসেনের স্ত্রীর বড় বোন উম্মে কুলসুম। এই বিয়েতে ইমাম হোসেন মধ্যস্থতা করেন। কিন্তু কুলসুমের বাবা রিয়াজ উদ্দিন ও আত্মীয়স্বজন বিয়েটি মেনে না নেওয়ায় শ্বশুরের ওপর ক্ষিপ্ত হন ইমাম হোসেন ও লালু। তাই শ্বশুরকে ফাঁসাতে একই বছরের ১৮ মার্চ গভীররাতে ইমাম হোসেন নিজের শিশুকন্যাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। আর এ কাজে তাকে সাহার্য করেন লালু।
এ ঘটনায় ২২ মার্চ কুলসুমের বাবা ইমাম হোসেনসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই সালের ৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেয়।
অপরদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় একই রায়ে নবী হোসেন, জাফর আলী ও পিয়ার হোসেনকে বেকসুর খালাস দেয় আদালত।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মশিউল আজিজ তালুকদার।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫