ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ৪৫০ ক্যান বিয়ার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
মুন্সীগঞ্জে ৪৫০ ক্যান বিয়ার উদ্ধার

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লালবাড়ী থেকে ৪৫০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে সদর থানা-পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বল্লাল বাড়ীর রাজীব মাদবরের বসতঘরে অভিযান চালিয়ে এসব বিয়ার উদ্ধার করা হয়।



এ ঘটনায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বাদী হয়ে রাজীব মাদবরকে প্রধান আসামি করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এ এইচ এম সালাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজিব মাদবরের বসতঘরে অভিযান চালিয়ে সারে ৪৫০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
 
মাদক বিক্রেতা রাজিব মাদবর সদর থানা-পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খসরু ওরফে লেংরা খসরুর অন্যতম সহযোগী। অভিযানের সময় রাজীব পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।