ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে সুমাইয়া অ্যান্ড শিফা নামে বালুবাহী একটি কার্গো ডুবে গেছে। এতে জাহাজের চার শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- রহমান (৩৫), জিল্লুর (২৬), মিরাজ (২২) ও নুরুন্নবী (২৪)। এদের মধ্যে জিল্লুরের বাড়ি নোয়াখালীতে। বাকিদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে তজুমদ্দিনের মেঘনা চ্যানেল হয়ে বালু নিয়ে লালমোহনের বাতিরখাল যাচ্ছিল কার্গোটি। এসময় তজুমদ্দিনের স্লুইসঘাট এলাকায় পৌঁছুলে পানিতে ডুবন্ত স্লুইস পিলারের সঙ্গে ধাক্ক খেয়ে কার্গোটি ডুবে যায়। এতে জাহাজে থাকা চার শ্রমিক নদীতে পড়ে যান। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে।
দুপুর ২টা পর্যন্ত ডুবে যাওয়া কার্গো উদ্ধার কাজ শুরু হয়নি।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মো. খালিদ জানান, জাহাজটি উদ্ধার করতে শক্তিশালী নৌ যান প্রয়োজন। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে কার্গোটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫