কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার বঙ্গোপসাগরের হাঁসেরচার থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে মহেশখালীর বঙ্গোপসাগরের হাঁসেরচার এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, কুতুবদিয়ার মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় নিহত যাত্রী হতে পারে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫