রাজশাহী: রাজশাহীতে বিভিন্ন বই, প্রচারপত্র ও চাঁদা আদায়ের রশিদসহ শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে র্যাব-৫ এর একটি দল।
র্যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল রোববার (০১ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (০২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টা পর্যন্ত মহানগরীর মতিহার থানার নওদাপাড়া শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে শিবিরের নওদাপাড়া ইউনিট সভাপতিসহ ৫ জনকে আটক করে।
সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৫ মিডিয়া সেলের সিনিয়র এএসপি রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা গোলাম সারোয়ার।
আটককৃত শিবির নেতাকর্মীরা হলেন- কিশোরগঞ্জ জেলার তারাইল থানার বরহা এলাকার আবদুস সাত্তার মিয়ার ছেলে মহানগরীর নওদাপাড়া ইউনিট সভাপতি আবদুল মান্নান (২৫), মহানগরীর কাটাখালি নওদাপাড়া এলাকার খুশবর আলীর ছেলে শিবির কর্মী পলাশ আলী (১৯), একই এলাকার আজিজুল হকের ছেলে আরিফুল ইসলাম (২৮), কাটাখালি শ্যামপুর গোয়ালপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে কামরুল ইসলাম (১৮) ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে ছানাউল্লাহ (১৯)।
অভিযানে র্যাব সদস্যরা তাদের কাছ থেকে শিবিরের বিভিন্ন মাসের ১৫টি ছাত্র সংবাদ বই, ২টি ব্যক্তিগত রিপোর্ট বই, ২টি রক্তাক্ত মতিহার নামের বই, ১টি রাহে আমল নামের বই, ১টি সিলেবাস বই (যাতে ছাত্র শিবির লেখা আছে), ১টি কোরবানির ইতিহাস তাৎপর্য ও মাছায়েল বই এবং ছাত্র শিবিরের চাঁদা আদায়ের ৪টি রশিদ এবং ১টি ‘কারাগারে রাত দিন’ (জয়নব আল গাজালী) বই উদ্ধার করেছে।
র্যাব-৫ মিডিয়া সেলের সিনিয়র এএসপি রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ৠাব কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত। তাদের নেতৃত্বে সহিংসতা, নাশকতাসহ ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালিত হচ্ছিল।
সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ঘোষিত অবরোধ কর্মসূচি চলাকালে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত বলে তারা ৠাবের কাছে স্বীকার করেছে। বর্তমানে ৠাব কার্যালয়ে রেখে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান মির্জা গোলাম সারোয়ার।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫