ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে এসপি অফিসের টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
ময়মনসিংহে এসপি অফিসের টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার ১

ময়মনসিংহ: ময়মনসিংহ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের টাকা আত্মসাতের ঘটনায় প্রধান সহকারী আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় রোববার (০১ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

 

সোমবার (০২ ফেব্রুয়ারি)  দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) আবু আহাম্মদ আল মামুন জানান, সরকারি নিলামসহ বিভিন্ন কাজের ৪৩ ল‍াখ টাকা কার্যালয়ে জমা না দিয়ে আত্মসাত করেছেন আবুল কাশেম। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে কোথায়, কীভাবে তাকে গ্রেফতার করা হয়েছে এ সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হননি জেলা পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।