ঢাকা: বিএনপি জোটের চলমান সহিংসতার মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় বিভাগীয় পর্যায়ে কোর কমিটি গঠন করেছে সরকার।
সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারকে কমিটির সভাপতি করে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
আইন-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বিভিন্ন সূত্র থেকে আগাম তথ্য সংগ্রহ ও উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে কোর কমিটি পদক্ষেপ গ্রহণ করবে বলে কার্যপরিধিতে বলা হয়।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের জন্য কোর কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মহানগর পুলিশ কমিশনার, বিজিবির রিজিয়ন কমান্ডর, উপ-মহাপুলিশ পরিদর্শক, ডিজিএফআইয়ের বিভাগীয় অফিস প্রধান, র্যাব অধিনায়ক, কোস্ট গার্ডের জোনাল কমান্ডর, এনএসআইয়ের বিভাগীয় অফিস প্রধান, আনসার ও ভিডিবির পরিচালক, হাইওয়ে পুলিশ সুপারকে সদস্য করা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে আরও বলা হয়, জেলা কোর কমিটি এবং জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান; জরুরি পরিস্থিতিতে বিভাগের আইন-শৃঙ্খলা সংক্রান্ত সার্বিক অবস্থা পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সভায় মিলিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও এ সংক্রান্ত কার্যাবলি সমন্বয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
কোর কমিটির কার্যক্রম সম্পর্কিত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকেও অবহিত করতে হবে।
রোববারের তারিখ দিয়ে সোমবার প্রকাশিত ওই আদেশে সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) কোর কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে বলেও জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫