ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।



সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে ঘটে এ ঘটনা।

আহতদের মধ্যে স্বপন মিয়া (৩৩), দিল মোহাম্মদ দিলু (৩৯), আলী আহাম্মেদ (২৫), ইকতার উদ্দিন (৩৫), গোলজার হোসেন (২৭), এমদাদুল হক (২৫), হামিদা (৩০), সাবিনা আক্তার (২৬) ও নুর জাহানের (২৩) নাম জানা গেছে।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে একটি মাছের খামার দখল নিয়ে স্থানীয় স্বপন মিয়ার সঙ্গে দিল মোহাম্মদ দিলুর দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল।

সোমবার দুপুর দেড়টার দিকে স্বপন মিয়াসহ তার লোকজন ওই খামারে মাছ ধরতে যান। এ সময় দিল মোহাম্মদ দিলুসহ তার লোকজন বাধা দিলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এ সময় উভয়পক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (ওসি/তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বাংলানিউজকে বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। তবে খোঁজ নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।