ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজঘর গ্রামের আইনজীবী আলী আজম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে দু’পক্ষের লোকজন শুক্রবার রাত ও শনিবার দিনভর দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন। সেসময় পাঁচটি ঘর ও চারটি দোকানে অগ্নিসংযোগ, লুটপাট করা হয়। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের অন্তত ৪০ জন।
ওই ঘটনার জের ধরে সোমবার সকালে আবারো দু’পক্ষের কয়েক’শ লোক বল্লম, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। এসময় ১৫টি বসতঘর ও স্থানীয় বাজারের ১১টি দোকানে পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়।
সংঘর্ষে আহতদের শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পাঁচজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫
** ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, ২ বাড়িতে আগুন