ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মানুষ হত্যার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রলীগের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
মানুষ হত্যার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রলীগের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: অবরোধ-হরতালের নামে দেশব্যাপী নাশকতা ও নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



ছাত্রলীগের এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, তাঁতী লীগ ও প্রজন্মলীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপিসহ ২০ দলীয় জোট হরতাল অবরোধের নামে দেশে নাশকতা চালাচ্ছে। এসএসসি পরীক্ষা ও ১ জানুয়ারিতে বই বিতরণের দিনে হরতাল ডেকে তারা শিক্ষার পরিবেশ নষ্ট করছে।

গত ২৬ দিনে তারা কয়েকশ গাড়ি জ্বালিয়ে দিয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষকে পেট্রোল বোমা ছুঁড়ে হত্যা করছে। তাদের হাত থেকে ছোট শিশুরাও রক্ষা পাচ্ছে না। অবিলম্বে এই নৈরাজ্য ও অরাজকতা বন্ধ না করা হলে ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপন, সাধারণ সম্পাদক সরদার মাসুদুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আহমেদ, জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।