ভোলা: ভোলার তজুমদ্দিনের মেঘনায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়ার চারদিন পর হৃদয় (১৭) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।
সোমবার সকাল ১১টায় মেঘনার সোনারচর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মাছ ধরতে গিয়ে জেলেরা মেঘনায় ভাসমান অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করে। পরে সেখান থেকে মৃতদেহটি স্লুইচ ঘাট এলাকায় নিয়ে এলে নিহতের পরিবারের সদস্যরা সনাক্ত করেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, মৃতদেহটি ডুবে যাওয়া ট্রলারের জেলে বলে আমরা নিশ্চিত হয়েছি। মৃতদেহটি থানা রয়েছে, পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৯ জানুয়ারি মেঘনার সোনারচর এলাকায় মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ৬ জেলে নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার পরের দিন স্থানীয় জেলেরা দুর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধার করলেও ৬ জেলেকে খুঁজে পাননি। নিখোঁজের ৪ দিন পর একজনের মৃতদেহ উদ্ধার করা হলো। এখনও ৫ জেলে নিখোঁজ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫