ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী

ঢাকা: নানীর সঙ্গে বেড়াতে যেয়ে পানিতে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। ইয়াকুব ইসলাম নামে ওই শিশুর বাড়ি রাজধানীর যাত্রাব‍াড়ীর ছামাদনগর এলাকায়।



সোমবার (০২ ফেব্রুয়ারি) বেলা ১টায় নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এল‍াকার একটি জলাশয়ে ডুবে যায় শিশুটি।

নিহত ইয়াকুবের নানী মোকসেদা বেগম বাংলানিউজকে জানান, নাতিকে নিয়ে নারায়ণঞ্জের ফতুল্লায় বোনের ‍বাড়িতে বেড়াতে যান তিনি। বেলা ১টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের জলাশয়ে পড়ে যায় ইয়াকুব।

পরে মুমূর্ষু ‍অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টুচন্দ্র বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।