টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরবাবলা এলাকা থেকে ৬৭০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ফেনসিডিলসহ গাড়িটি আটক করা হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বাংলানিউজকে জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের গোল চত্বর এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে পুলিশ একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ তার পিছু নেয়। একপর্যায়ে চরবাবলা এলাকায় প্রাইভেটকারটি ফেলে রেখে চালক ও যাত্রীরা পালিয়ে যায়। পরে পুলিশ ৬৭০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকারটি আটক করে।
তিনি আরো জানান, এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫