ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পেট্রোল বোমায় দগ্ধদের আর্থিক সহায়তা দিলো পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
পেট্রোল বোমায় দগ্ধদের আর্থিক সহায়তা দিলো পুলিশ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নিহত ও চিকিৎসাধীন আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়ে এ সহায়তা দেন পুলিশ সুপার।



সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্বৃত্তদের পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নিহত লিটন ও বাস চালক সুমনের পরিবারসহ আহত প্রত্যেককে ৫ হাজার টাকা করে লক্ষ্মীপুর পুলিশ সুপারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে, সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক একেএম টিপু সুলতাল ও পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, পৌর মেয়র আবু তাহের পেট্রোল বোমায় দগ্ধদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে দেখতে যান। এসময় সঙ্গে ছিলেন সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে লক্ষ্মীপুর-মজু চৌধুরীরহাট সড়কের মহিলা কলেজের সামনে সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তিন যাত্রী দগ্ধ হন। তাদের মধ্যে লিটন নামে এক যুবকের মৃত্যু হয়।
অপর দুইজন লক্ষ্মীপুর সদর উপজেলার মজুপুর গ্রামের আবদুল গফুরের ছেলে মো. আশিক, একই এলাকার আবদুর রহিমের ছেলে আবদুল করিম লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কে মান্দারীতে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের হামলায় বাস চালক সুমনের মর্মান্তিক মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।