ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
না.গঞ্জে দোকানিকে জরিমানা

নারায়ণগঞ্জ: লাইসেন্সবিহীন বিদেশি দুধ বিক্রি ও বেশি দাম রাখার দায়ে নারায়ণগঞ্জ শহরের একটি দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জারিমানা করেন।

দিগুবাবুর বাজার এলাকার জাহান প্লাজার চৌধুরী ট্রেডার্সকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

ইউএনও গাউছুল আজম বলেন, বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে একজন সাধারণ ক্রেতা হিসাবে পাশের দোকান থেকে কয়েকটি পণ্য ক্রয় করি। পরে ওই দোকান কিনতে গেলে সেখানে এগুলোর দাম অন্য দোকানের চেয়ে বেশি রাখে এবং শিশুদের বিদেশি দুধ বিক্রি করছে, যেগুলোর বিক্রির লাইসেন্স নেই। এসময় চৌধুরী ট্রেডার্সের মালিক রাশেদকে আটক করা হয়। এসব কারণে ভোক্তা অধিকার আইনে ওই দোকানদারকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   চলিত মাস থেকে ভোক্তা আইনে কেউ বেশি দামে পণ্য বিক্রি করলে ও পণ্য বিক্রির লাইসেন্স না থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান ধারাবাহিকভাবে চলবে।   

বাংলাদেশ সময় : ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।