ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার শিবলী

স্পেশাল ও সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার শিবলী

ঢাকা: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব (জেলা ও দায়রা জজ) ফরিদ আহমেদ শিবলীকে প্রেষণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে গত বছরের ৪ ডিসেম্বর নিয়োগ পাওয়া রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামানকে ঢাকার  জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।



আর ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদকে বদলি করে ঢাকার প্রশাসনিক ট্রাইবুনাল নং-২ এর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সাব্বির ফয়েজকে প্রেষণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করে।  

প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী এসব পদে বদলি করা হয় বলেও আইন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।