ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট দক্ষিণ নাগরিক কমিটির মানববন্ধন ১০ ফেব্রুয়ারি

স্টোফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
সিলেট দক্ষিণ নাগরিক কমিটির মানববন্ধন ১০ ফেব্রুয়ারি

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাকে সদর উপজেলা নামকরণসহ ৫ দফা দাবিতে আগামী ১০ ফেব্রুয়ারি মানববন্ধন করবে সদর দক্ষিণ নাগরিক কমিটি।

সোমবার (০২ জানুয়ারি) বাংলানিউজকে এ তথ্য জানান নাগরিক কমিটির আহবায়ক তোরণ মিয়া।



তিনি বলেন, উপজেলা নামকরণ ছাড়াও অন্য দাবিগুলো হলো উপজেলার চন্ডিপুল এলাকায় স্টেডিয়াম নির্মাণ, উপজেলার প্রতিটি ইউনিয়নে গ্যাস সরবরাহ করা, হাসপাতাল ও সিলেট কাজিরবাজার সেতুর লিঙ্করোড স্থাপন।

এসব দাবি আদায়ের লক্ষ্যে ইতোমধ্যে উপজেলাবাসীকে ঐক্যবদ্ধ করতে কাজ চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তোরণ মিয়া বলেন, সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ নিয়ে তেঁতলী ইউনিয়নে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার (০১ ফেব্রুয়ারি) রাতে জালালপুর বাজারে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

এলাকার মুরব্বী মো. ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, নাগরিক কমিটির আহবায়ক তোরন মিয়া, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আযম খান, চেয়ারম্যান ইকবাল আহমদ, সাংবাদিক চঞ্চল মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।