ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
হাতীবান্ধায় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের জোসনার বাজার থেকে ৪৫ বোতল ফেনসিডিল ও দু’টি মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে তাদের আটক করা হয়।

 

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের সতীশ রায়ের ছেলে মাদক ব্যবসায়ী পুস্পুজিৎ রায় (২৮), একই এলাকার খিতিশ চন্দ্রের ছেলে ভূপাল চন্দ্র রায় (২২) ও মাহফুজুর রহমানের ছেলে মোতালেব (২১)।
 
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বাংলানিউজকে জানান,  মোটরসাইকেলে করে ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের জোসনার বাজারে অভিযান চালায়। এসময় দু’টি মোটরসাইকেলে তিন যুবককে দেখে সন্দেহ হলে তাদের থামিয়ে মোটরসাইকেল ও দেহ তল্লাশি করে  ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। দুপুর আড়াইটায় পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এ ঘটনায় হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।