ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশি শ্রমিক জাহিদুল ইসলামকে (২৯) ফেরত দেওয়া হয়নি।
তাকে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশে সোপর্দ করেছে বিএসএফ।
সোমবার বেলা সাড়ে ১২টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবিকে এ তথ্য জানায় বিএসএফ।
দুপুরে ঠাকুরগাঁও-৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নাগরভিটা কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন ও বিএসএফের পক্ষে চাকলাগড় ক্যাম্পের অ্যাসিস্টেন্ট কোম্পানি কমান্ডার এসআই সংগ্রাম নেতৃত্ব দেন।
স্থানীয় সূত্র জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার মশালডাঙ্গী গ্রামের আব্দুস সামাদের ছেলে জাহিদুল গত তিন মাস আগে ইটভাটায় কাজ করতে ভারতে যায়। রোববার বিকেলে ফেরার পথে ভারতের ১৫০ গজ ভেতরে বিএসএফ তাকে আটক করে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫