ঢাকা: দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবেশ করলেন স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম। ইউএনএইডসের দেশীয় প্রতিনিধি লিও ক্যানিও’র দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, ‘হ্যালো’
লিও ক্যানিও: হ্যাপি হরতাল
আরেক প্রস্থ হেসে নাসিম সায় দিয়ে বললেন, এনজয় হরতাল।
সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ১২তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন এইডস ইন এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী ও ইউএনএইডসের দেশীয় প্রতিনিধির সঙ্গে এভাবেই শুভেচ্ছা বিনিময় হয়।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা দেখেছে এখানে হরতাল মানে কি! হরতাল ছিলো বলেই সহজে আসতে পেরেছে।
আগামী নভেম্বরে ঢাকায় এ সম্মেলন চলাকালে হরতাল কর্মসূচি না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মন্ত্রী। এখানে কোনো উপলক্ষ্য ছাড়াই হরতাল দেয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫