ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে নজরকাড়া ডিজাইন আর বাহারি রঙের টি টেবিল ক্লথ। শুধু টি টেবিল ক্লথ নয়, ডাইনিং রুম সাজানোর জন্যও রয়েছে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী।
৭৯ নম্বর এ স্টলের ইনচার্জ হাবিব জানান, এবারের মেলায় ডাইনিং সাজানোর জন্য সব থেকে আকর্ষণীয় হচ্ছে কাপড়ের তৈরি ক্যাটেক্সের কাজ করা টি টেবিল ক্লথ। যার মূল্য ২শ’ থেকে ৩শ’ টাকা পর্যন্ত।
তিনি জানান, এবারের মেলায় গোল্ডেন, নেট ডাইনিং ও ম্যাট, এ তিন ডিজাইনের আসবাপত্র বিক্রি করা হচ্ছে। মেলা উপলক্ষে সব আসবাপত্রই সুলভ মূল্যে দেওয়া হচ্ছে ক্রেতাদের।
ক্যাটেক্সের কাজ করা কাপড়ের তৈরি টেবিল ক্লথ মাত্র ২শ’ ও ৩শ’, গোল্ডেন আইটেমের টেবিল ক্লথ, প্লেট ম্যাট ৮শ’ টাকা থেকে এক হাজার টাকা, নেটের তৈরি ডাইনিং আসবাবপত্র পাওয়া যাচ্ছে ৩শ’ থেকে ৫শ’ টাকার মধ্যে।
এছাড়াও ছয় পিসের প্লেট ম্যাট ৬শ’, টি টেবিল সেট ৩শ’ থেকে ৫শ’, ছয় পিসের সোফা ব্যাক কভার ৫শ’ থেকে এক হাজার ৫শ’ টাকার মধ্যে বিভিন্ন ডিজাইনের সেটও পাওয়া যাচ্ছে এ স্টলে।
স্টল থেকে টি টেবিল ক্লথ কিনেছেন লিমা আক্তার। বললেন, এবারের মেলায় কাপড়ের তৈরি এই ডিজাইনের ক্লথগুলো নতুন এসেছে। দামও কম। তাই ৪শ’ টাকায় সুন্দর ডিজাইনের দু’টি টি টেবিল ক্লথ কিনেছি। এছাড়াও একটি প্লেট ম্যাটও কেনার ইচ্ছা আছে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫
** তরুণ-তরুণীদের বেশি পছন্দ রকমারি পারফিউম