ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলা শহরের পুরাতন ফিলিং স্টেশনের কাছে একটি হিউম্যান হলারে (ইমা) আগুন দেওয়ার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও গাড়িটির চালক জানান, ভোরে আট/১০ জন মুখোশধারী ফেনী-নোয়াখালী সড়কের ওই এলাকায় থামিয়ে রাখা একটি হিউম্যান হলারে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
দুপুরে এ ঘটনায় দাগনভূঞার পাকিস্তান বাজার এলাকা থেকে মো. সুমন (২৭) ও আলিফ (৩২) নামে দু’জনকে আটক করে পুলিশ।
দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫