ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় হিউম্যান হলারে আগুন, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
দাগনভূঞায় হিউম্যান হলারে আগুন, আটক ২ ছবি: প্রতীকী

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলা শহরের পুরাতন ফিলিং স্টেশনের কাছে একটি হিউম্যান হলারে (ইমা) আগুন দেওয়ার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।


 
প্রত্যক্ষদর্শী ও গাড়িটির চালক জানান, ভোরে আট/১০ জন মুখোশধারী ফেনী-নোয়াখালী সড়কের ওই এলাকায় থামিয়ে রাখা একটি হিউম্যান হলারে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

দুপুরে এ ঘটনায় দাগনভূঞার পাকিস্তান বাজার এলাকা থেকে মো. সুমন (২৭) ও আলিফ (৩২) নামে দু’জনকে আটক করে পুলিশ।

দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।