ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিটি কর্পোরেশনে দায়িত্বে এলেই লুটপাট

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
সিটি কর্পোরেশনে দায়িত্বে এলেই লুটপাট

জাতীয় সংসদ ভবন থেকে: বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন না হওয়ায় নগরবাসী নানাবিধ সমস্যায় ভুগছে। সিটি কর্পোরেশনের জায়গা জমি লিজ দেওয়া হচ্ছে।

যাকে ৬ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়, সেই লুটপাট করেন বলে সংসদে অভিযোগ উত্থাপন করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।
 
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ উত্থাপন করেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা তার প্রশ্নের উত্তর দেন।
 
হাজী সেলিম বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন না হওয়ায় এবং মেয়র না থাকাতে মানুষ নানা সমস্যায় ভুগছেন। নগরীর কোথাও ঝগড়া-ঝাটি হলেই থানায় যেতে হয়। থানায় গেলেই পুলিশ মামলা করতে বলে। এসব মামলা নিয়ে নগরবাসী ঝামেলায় আছে। তাছাড়া নগরীর রাস্তাঘাটও ভালো না। এ অবস্থায় সিটি কর্পোরেশন নির্বাচন দেবেন কি না? প্রশ্ন করলেই বলেন, আইনি জটিলতার কারণে নির্বাচন দিতে পারবো না। এ কথা না বলে কবে নির্বাচন দেবেন সেটা বলেন।
 
এর উত্তরে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, প্রশ্নকর্তা নিজেই বলেছেন আইনি জটিলতা আছে। হ্যাঁ আইনি জটিলতা থাকার কারণেই নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না। আইনি জটিলতা কাটলেই নির্বাচন হবে। তবে রাস্তাঘাটের সমস্যার কথা বলা হলে সেটার সমাধান করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।