মাগুরা: হরতাল-অবরোধে পেট্রোল বোমাসহ রাজনৈতিক সহিংসতা বন্ধ ও নিরাপদে পরীক্ষা দেওয়ার নিশ্চয়তা চেয়ে মাগুরায় বিক্ষোভ মিছিল-সমাবেশ ও মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা।
সোমবার দুপুর ২টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে পরীক্ষার্থীরা একটি মিছিল বের করে।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন- মো. সাদ, রাতুল শিলন প্রমুখ। মিছিল, সমাবেশ, মানববন্ধনে এসএসসি পরীক্ষার্থীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
সমাবেশে শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ দিয়ে রাজনৈতিক সহিংসতা বন্ধ করে নিরাপদে পরীক্ষা দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায়।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫