ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুটানের মন্ত্রীর সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুটানের মন্ত্রীর সাক্ষাৎ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভুটানের স্বরাষ্ট্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ডামচো দর্জি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দু’দেশের মন্ত্রীর সাক্ষাৎ হয়।

সাক্ষাতকালে ভুটানের মন্ত্রী দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক সম্প্রসারণে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ঢাকায় ভুটান দূতাবাসকে প্রদত্ত জমির জন্য বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভুটানের ছাত্রছাত্রীরা সাফল্যের সঙ্গে চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের পর নিজ দেশের চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলেও তিনি জানান।

দামচো দর্জি পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে ভুটানে সফরের আমন্ত্রণ জানান।

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীও এ অঞ্চলের  জনগণের ভাগ্যেন্নয়নে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বিশেষত উপ আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে বাংলাদেশের উদ্যোগের প্রতি ভুটানের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

তিনি ভবিষ্যতে দ্বিপাক্ষিক ক্ষেত্র ও আন্তর্জাতিক অঙ্গনে ভুটানের প্রতি যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।