ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিপাহ ভাইরাসে নওগাঁয় ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
নিপাহ ভাইরাসে নওগাঁয় ৩ জনের মৃত্যু

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ও বালুবাজার গ্রামে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহে তিনজন মারা গেছেন। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁর সিভিল সার্জন মোজাহার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- ভালাইন গ্রামের বাসিন্দা মোখলেছুরের ছেলে আপেল মাহমুদ (১১), কাশেম আলীর ছেলে কাউছার আলী (১৩) ও বালু বাজার গ্রামের আলিমুদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (২৫)।

নওগাঁর সিভিল সার্জন বাংলানিউজকে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো একটি ফ্যাক্স বার্তার মাধ্যমে তাকে ঘটনাটি জানানোর পর ভালাইন ও বালুবাজার গ্রামে আরো অন্তত ৩৯ জন নারী-পুরুষ ও শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, খেজুরের কাঁচা রস ও বাদুড়ে খাওয়া বরই খেয়ে অসুস্থ হয়ে ১৭ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন হাফিজুল ইসলাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জানুয়ারি মারা যান তিনি।

এছাড়া ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই দিন মারা যান আপেল। তাকে ভর্তি করা হয়েছিল ১১ জানুয়ারি। ২৪ জানুয়ারি ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জানুয়ারি মারা যান কাউসার আলী।

চিঠিতে আরো জানানো হয়েছে, মৃত ব্যক্তিদের লালা, রক্ত ও অন্যান্য আলামত পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। ওই ইনস্টিটিউট কর্তৃপক্ষ সেসব আলামত পরীক্ষা করে নিপাহ ভাইরাসের জীবানু পেয়ে স্বাস্থ্য বিভাগকে নিশ্চিত করে।

এদিকে, এ ঘটনার পর জেলার স্বাস্থ্য বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভালাইন ও বালুবাজার গ্রাম পরিদর্শন করেন জেলার সিভিল সার্জন ডা. মোজাহার হোসেনসহ কয়েকজন চিকিৎসক।

একই সঙ্গে স্থানীয় স্বাস্থ্য পরিদর্শক ফয়েজউদ্দিন ও স্বাস্থ্য সহকারী তাইজুল ইসলামকে দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

তিনি আরো জানান, নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার জাহিদ নজরুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি এলাকায় কাজ শুরু করেছে। মৃত ব্যক্তিদের সংস্পর্শে থাকা ৩৯ জনকে শনাক্ত করে তাদের পর্যবেক্ষণে রেখেছেন তদন্ত কমিটির সদস্যরা।

এছাড়া ঘটনাটি আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও নিপাহ ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে ঢাকার স্বাস্থ্য অধিদফতর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এবং কলেরা হাসপাতাল (আইসিডিআরবি) থেকে মোট ৬ সদস্যের একটি চিকিৎসক দল ভালাইন ও বালুবাজার গ্রাম পরিদর্শন করবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন মোজাহার হোসেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।