গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শ্যালো মেশিনের ফিতায় জড়িয়ে ময়ছের শেখ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ময়ছের শেখের বাড়ি উপজেলার পশ্চিম উজানচর নবু ওসিমদ্দিন পাড়ার কাতল মারা চক এলাকায়।
স্থানীয় উজানচর ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা বাংলানিউজকে জানান, দুপুরে জমিতে সেচ দেওয়া শেষ হলে ময়ছের শেখ মেশিন বন্ধ করতে যান। এ সময় অসাবধানতাবশত মেশিনের ফিতায় হাত লেগে ফিতায় জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫