জাতীয় সংসদ ভবন থেকে: ডেসটিনি সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেছে বলে সংসদে স্বীকার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, জনগণের আত্মসাৎকৃত টাকা কোথাও যায়নি, টাকা জনগণ ফেরত পাবে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে ডেসটিনির টাকা আত্মসাৎ নিয়ে প্রশ্ন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ।
প্রতিমন্ত্রী বলেন, ডেসটিনির টাকা যারা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ডেসটিনি ঊর্ধতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। তাই বিষয়টি আইনের মধ্যে আছে। আইনের মাধ্যমেই তাদের বিচার হবে।
তিনি বলেন, জনগণের টাকা এখনও কোথাও যায়নি। টাকা ফেরত পাওয়া যাবে। ডেসটিনির টাকা আমাদের নখদর্পণে আছে।
তবে এ জালিয়াতির দায় নিজের কাঁধে নিতে চাইলেন না প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঘটনার সময় আমি দায়িত্বে ছিলাম না। যিনি ছিলেন তিনি একটু সর্তক থাকলে এটা হতো না।
প্রতিমন্ত্রী আরও বলেন, ডেসটিনি মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছে। যাদের টাকা আত্মসাৎ হয়েছে তারা সুষ্ঠু বিচার পাবেন। ডেসটিনির সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে।
কাজী ফিরোজ রশিদ প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন করেন, ডেসটিনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সরকারের নাকের ডগা দিয়েই লুটপাট হয়েছে। ডেসটিনি জনগণের টাকা হাতিয়ে নিয়ে সম্পদ করেছিল। আবার সেই ডেসটিনি বাচার জন্য যাদের কাছে গিয়েছিল, সাহায্য চেয়েছিল তারাও ডেসটিনির টাকা লুটপাট করেছে। এই টাকা আর পাওয়ার সুযোগ নেই। তাই ডেসটিনির সম্পদ বাজেয়াপ্ত করে সেই সম্পদ বিক্রি করে জনগণের টাকা ফেরত দেবেন কি না?
এনিয়ে আরও প্রশ্ন করেন সরকার দলীয় সদস্য ইসরাফিল আলম।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫
** সিটি কর্পোরেশনে দায়িত্বে এলেই লুটপাট
** গ্যাসের হুইলিং চার্জ ৪৭ পয়সা করার প্রস্তাব