ঢাকা: ই-গভর্নেন্স ও ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত জনসেবা বাড়াতে সাত জেলার ৪৫ উপজেলায় ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএলএমএস ) প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক জিল্লুর রহমান ও ভারতের পক্ষে আইএলএন্ডএফএস টেকনোলজি লিমিটেডের আশিষ কুমার।
এসময় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম, ভারতের ডেপুটি হাই কমিশনার ও আইএলএন্ডএফএস টেকনোলজি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার দুর্গা প্রসাদ এবং এডিবির প্রতিনিধি বিদ্যুৎ কুমার সাহা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুর, শেরপুর, পাবনা, দিনাজপুর, জামালপুর (সদর ছাড়া) ও গোপালগঞ্জ জেলার সব উপজেলা, রাজশাহী জেলার বাঘা ও পুঠিয়া উপজেলাসহ সাতটি জেলার ৪৫ উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রকল্পে ব্যয় ধরা হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় ১৫১ কোটি ৩২ লাখ টাকা। প্রকল্পে অর্থ সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। প্রকল্প বাস্তবায়ন কাল জুলাই ২০১১ থেকে ২০১৫ সালের ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫