গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ইঞ্জিনের আগুনে ৫ জন দগ্ধসহ ১০ যাত্রী আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ আউটার সিগনালে জামালপুরগামী ট্রেনে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
কমিউটার ট্রেনের পরিচালক বকুল চন্দ্র কর্মকার জানান, ট্রেনটির শ্রীপুর স্টেশন থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে দু’দিকে থেকে দুর্বৃত্তরা ইঞ্জিন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ইঞ্জিনের ওপরে বসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।
গাজীপুর জিআরপি পুলিশের ইনচার্জ দাদন মিয়া জানান, সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫