চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার দেবিদ্বার থেকে অপহৃত শিশু আবিরকে (৫) ৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে মুক্তিপণ দিয়ে মোবাইল ফোন ট্র্যাক করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়।
শিশু আবির দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের আব্দুল আলিমের ছেলে।
আব্দুল আলিম জানান, গত শুক্রবার সকালে সাড়ে ১০টায় তার ছেলেকে মুক্তিপণের দাবিতে অপরহরণ করা হয়। পরদিন তিনি দেবিদ্বার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দেবিদ্বার থানা পুলিশ এটি গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে হস্তান্তর করে। ডিবি কর্মকর্তারা মোবাইল ফোন ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বলে জানায়।
পরে চান্দিনার সাংবাদিক রনবীর ঘোষ কিংকর সুকৌশলে অপহরণকারীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এতে তিন ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শিশুটিকে নিয়ে আসার সময় হাইওয়ে পুলিশের সহযোগিতায় ইলিয়টগঞ্জ এলাকায় তাদের আটক ও শিশুটিকে উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ্ কামাল আকন্দ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫