ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

টুটুল হত্যা মামলা ফের তদন্তের দাবিতে মানববন্ধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
টুটুল হত্যা মামলা ফের তদন্তের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে কামরুল ইসলাম ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র তৌহিদুর রহমান টুটুল হত্যা মামলা ফের তদন্তের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এসময় নিহত টুটুলের বড় ভাই ও এ মামলার বাদী মো. বাবর আলী বলেন- আসামিরা প্রাথমিক অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ অবস্থায় মামলাটি নিরপেক্ষভাবে পুনঃতদন্ত ও তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন তিনি।

টুটুল ২০১৩ সালের ১১ নভেম্বর দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।