ঢাকা: সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনার অভাবে বাংলাদেশ জলাভূমি হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী।
সোমবার (০২ ফেব্রুয়ারি) ‘বিশ্ব জলাভূমি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. ইউনুছ আলী বলেন, সমন্বয়হীনতার কারণে বাংলাদেশ থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে জলাভূমি। হাওর-বাওড়ের বাংলাদেশ থেকে এখন ব্যবসায়ীদের কালো থাবায় হারিয়ে যেতে বসেছে প্রোটিনের সব থেকে বড় সংস্থান দেশি মাছ। এতে সব থেকে বেশি বিপাকে পড়ছে দরিদ্র্য মানুষ।
অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ড. ডেরেল ডেপার্ট বলেন, ১৯৭৮ এর দিকে যখন তিনি বাংলাদেশে আসেন তখন অনেক দেশি মাছ পাওয়া যেতো। এখন আর আগের মতো মাছ পাওয়া যায়নি।
আলোচনা সভায় আইইউসিএন এর কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, জলাভূমি রক্ষার জন্য এখন থেকে সরকার সমন্বিত উদ্যোগ না নিলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি পরবর্তী প্রজন্মের জন্য জলাধার সংরক্ষণের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহবান জানান।
বন অধিদপ্তর, আইইউসিএন, উইনরক ইন্টারন্যাশালের যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫